একটি গাড়ীর চাকা মিনিটে ৯০ বার ঘুরে । এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে ?
Solution
Correct Answer: Option A
আমরা জানি,
১ বার ঘুরলে চাকাটি কোণ উৎপন্ন করে = ৩৬০°
দেওয়া আছে, চাকাটি ১ মিনিটে ঘুরে ৯০ বার।
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড।
প্রশ্নমতে,
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে = {৯০}/{৬০} বার
= ১.৫ বার
এখন,
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে ৩৬০° কোণ
চাকাটি ১.৫ বার ঘুরলে অতিক্রম করে = (৩৬০ x ১.৫)° কোণ
= ৫৪০°
সুতরাং, ১ সেকেন্ডে চাকাটি ৫৪০° ঘুরবে।
শর্টকাট (পরীক্ষার হলের জন্য):
১ সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা বের করে ৩৬০ দিয়ে গুণ করলেই উত্তর পাওয়া যাবে।
১ সেকেন্ডে চাকাটি ঘুরে = {৯০}/{৬০} বার
= ১.৫ বার
মোট ডিগ্রি = 1.5 x 360° = 540°