কোনো সুষম বহুভুজের ১টি বহিঃস্থকোণ ৭২০  হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত ?  

A  ৪ 

B  ৫ 

C  ৬ 

D  ৮ 

Solution

Correct Answer: Option B

আমরা জানি, যেকোনো সুষম বহুভুজের সকল বহিঃস্থ কোণগুলোর সমষ্টি ৩৬০°

সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করার সূত্রটি হলো:
বাহুর সংখ্যা = ৩৬০° / (একটি বহিঃস্থ কোণের পরিমাপ)
এখানে, একটি বহিঃস্থ কোণের পরিমাপ দেওয়া আছে ৭২°।
সুতরাং, বাহুর সংখ্যা = ৩৬০° / ৭২° = ৫

অতএব, বহুভুজটির বাহুর সংখ্যা হলো ৫ এবং এটি একটি সুষম পঞ্চভুজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions