কোনো সুষম বহুভুজের ১টি বহিঃস্থকোণ ৭২০ হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত ?
Solution
Correct Answer: Option B
আমরা জানি, যেকোনো সুষম বহুভুজের সকল বহিঃস্থ কোণগুলোর সমষ্টি ৩৬০°
সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করার সূত্রটি হলো:
বাহুর সংখ্যা = ৩৬০° / (একটি বহিঃস্থ কোণের পরিমাপ)
এখানে, একটি বহিঃস্থ কোণের পরিমাপ দেওয়া আছে ৭২°।
সুতরাং, বাহুর সংখ্যা = ৩৬০° / ৭২° = ৫
অতএব, বহুভুজটির বাহুর সংখ্যা হলো ৫ এবং এটি একটি সুষম পঞ্চভুজ।