যদি a & b উভয়ই ধনাত্বক জোড় পূর্ণসংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1) ab  
  2) (a+1)b   
  3) a(b+1)

A 1 only

B 1 & 2

C 1 & 3

D 1, 2 & 3

Solution

Correct Answer: Option C

a=2, b=2। জোড় সংখ্যার অপশন খুজে বের করতে হবে।
 1)ab=22=4 (জোড়)
2)(a+1)b=(2+1)2=9 ( বিজোড় )
3) a(b+1)=2(2+1)=8  (জোড়)
 1 ও 3 নং এ জোড় সংখ্যা এসেছে ,যা অপশন (গ) এ আছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions