প্রতিটি শ্রেণির অন্তর্ভুক্ত নিম্নতম সংখ্যা এবং বৃহত্তর সংখ্যার পার্থক্যকে কী বলে ?

A  শ্রেণি ব্যবধান 

B  ঘটন সংখ্যা 

C  উপাত্ত 

D  শ্রেণি সংখ্যা 

Solution

Correct Answer: Option A

পরিসংখ্যানে কোনো শ্রেণির উর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্যকে ওই শ্রেণির শ্রেণি ব্যপ্তি বা শ্রেণি ব্যবধান (Class Interval) বলা হয়।

ধরি, কোনো একটি শ্রেণির পরিসর হলো \(10 - 20\)।
এখানে,
শ্রেণির নিম্নসীমা (Low limit) = \(10\)
শ্রেণির উর্ধ্বসীমা (Upper limit) = \(20\)
সুতরাং, শ্রেণি ব্যবধান = উর্ধ্বসীমা - নিম্নসীমা
= \(20 - 10\)
= \(10\)

দ্রষ্টব্য: শ্রেণি ব্যবধান নির্ণয়ের সময় কখনও কখনও ১ যোগ করতে হয় (যেমন: বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে বা অন্তর্ভুক্ত পদ্ধতিতে), তবে সাধারণ সংজ্ঞানুসারে উর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্যই হলো শ্রেণি ব্যবধান। প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে শ্রেণি ব্যবধান সঠিক উত্তর।

শর্টকাট টেকনিক:
সহজ কথায় মনে রাখবেন:
বড় সংখ্যা (উর্ধ্বসীমা) − ছোট সংখ্যা (নিম্নসীমা) = শ্রেণি ব্যবধান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions