2+4+8+16+ . . . . . . . . ধারাটির 10তম পদ কত ? 

A  1025 

B  1024   

C  1125 

D   1126 

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে, প্রদত্ত ধারাটির প্রথম পদ, a = 2,
সাধারণ অনুপাত, r = 4/2 = 8/4 = 16/8 = 2,
 সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
আমরা জানি, গুণোত্তর ধারার n তম পদ = ar(n-1)
সুতরাং ধারাটির 10 তম পদ = 2×2(10-1)
= 2×29
= 1024

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions