একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। এর পরিসীমা কত?
Correct Answer: Option C
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করার জন্য কিছু সূত্র রয়েছে। ক্ষেত্রফল হলো বর্গক্ষেত্রের ভেতরের মোট জায়গার পরিমাণ এবং পরিসীমা হলো এর চারপাশের মোট দৈর্ঘ্য।
ধাপ-১: বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করা
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো: ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)²।
আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল = ৯০০ বর্গ মিটার।
সুতরাং, (বাহুর দৈর্ঘ্য)² = ৯০০
বাহুর দৈর্ঘ্য = √৯০০
বাহুর দৈর্ঘ্য = ৩০ মিটার।
ধাপ-২: বর্গক্ষেত্রের পরিসীমা বের করা
বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো: পরিসীমা = ৪ × (এক বাহুর দৈর্ঘ্য)।
আমরা পেয়েছি এক বাহুর দৈর্ঘ্য = ৩০ মিটার।
সুতরাং, পরিসীমা = ৪ × ৩০
পরিসীমা = ১২০ মিটার।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions