যে চতুর্ভুজের কেবলমাত্র দুইটি বাহু সমান্তরাল তাকে বলে-
Solution
Correct Answer: Option A
বাংলাদেশের পাঠ্যপুস্তক অনুযায়ী চতুর্ভুজের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো:
১. সামান্তরিক (Parallelogram): যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অর্থাৎ এর দুই জোড়া বাহুই সমান্তরাল।
২. আয়তক্ষেত্র (Rectangle): যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। অর্থাৎ এরও বিপরীত বাহুগুলো সমান্তরাল।
৩. রম্বস (Rhombus): যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাকে রম্বস বলে। অর্থাৎ এরও দুই জোড়া বাহু সমান্তরাল।
৪. ট্রাপিজিয়াম (Trapezium): যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে।
প্রশ্নে বলা হয়েছে, "যে চতুর্ভুজের কেবলমাত্র দুইটি বাহু সমান্তরাল"। আমরা জানি একটি চতুর্ভুজের ৪টি বাহু থাকে। "কেবলমাত্র দুইটি বাহু সমান্তরাল" মানে হলো এক জোড়া বাহু সমান্তরাল। সুতরাং, সংজ্ঞা অনুযায়ী এটি নিঃসন্দেহে একটি ট্রাপিজিয়াম।
মনে রাখার সহজ উপায় (Short Cut):
পরীক্ষার হলে দ্রুত মনে করার জন্য এই বিষয়টি খেয়াল রাখবেন:
-যদি বলা হয় বিপরীত বাহুগুলো (plural/উভয় জোড়া) সমান্তরাল = তবে সেটি সামান্তরিক, আয়ত, বা রম্বস হতে পারে।
-যদি স্পষ্ট করে বলা হয় কেবলমাত্র দুটি বাহু বা এক জোড়া বাহু সমান্তরাল = তবে সেটি শুধুই ট্রাপিজিয়াম।