কোন ত্রিভুজের একটি কোণের মান ৮০০ , অন্য দুটির অনুপাত 2 : 3 হলে ছোট কোণটির মান হবে-
Correct Answer: Option B
-যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। সুতরাং, ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি হবে ১৮০ - ৮০ = ১০০ ডিগ্রি।
-যেহেতু অপর দুটি কোণের অনুপাত 2 : 3, তাহলে একটি কোণের মান হবে ১০০/(2 + 3) * 2 = 4০ ডিগ্রি।
-অপর কোণের মান হবে ১০০ - ৪০ = ৬০ ডিগ্রি।
-সুতরাং, ছোট কোণটির মান ৪০ ডিগ্রি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions