Solution
Correct Answer: Option B
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো এর কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক।
দেওয়া আছে,
রম্বসের ১ম কর্ণ = d1 একক
রম্বসের ২য় কর্ণ = d2 একক
রম্বসের ক্ষেত্রফল = ১⁄২ × (১ম কর্ণ × ২য় কর্ণ)
= 1⁄2 × (d1 × d2)
= 1⁄2 d1 d2 বর্গ একক
সুতরাং, রম্বসের ক্ষেত্রফল হলো 1⁄2 d1 d2 ।
শর্টকাট টেকনিক:
রম্বসের ক্ষেত্রফল মনে রাখার সহজ নিয়ম:
ক্ষেত্রফল = 0.5 × কর্ণদ্বয়ের গুণফল।
অর্থাৎ, প্রশ্নে কর্ণদ্বয় d1 ও d2 থাকলে সরাসরি উত্তর হবে 1⁄2 d1 d2 ।