‘ছাদবাগান’ শব্দটিতে বর্ণসমূহের উচ্চারণের স্থানসমূহ যথাক্রমে:
A তালু, দন্ত্য, ওষ্ঠ্য, কণ্ঠ্য, দন্ত্য
B তালু, ওষ্ঠ্য, দন্ত্য, কণ্ঠ্য, ওষ্ঠ্য
C তালু, দন্ত্য, ওষ্ঠ্য, ওষ্ঠ্য, দন্ত্য
D তালু, কণ্ঠ্য, ওষ্ঠ্য, দন্ত্য, ওষ্ঠ্য
Solution
Correct Answer: Option A
ধ্বনিগুলোর উচ্চারণস্থান:
• ক খ গ ঘ ঙ - কণ্ঠ্য,
• চ ছ জ ঝ ঞ - তালব্য,
• ট ঠ ড ঢ ণ - মূর্ধন্য,
• ত থ দ ধ ন - দন্ত্য,
• প ফ ব ভ ম - ওষ্ঠ্য।
সে অনুসারে,
‘ছাদবাগান’ শব্দটিতে ধ্বনিসমূহের উচ্চারনের স্থানসমূহ যথাক্রমে- তালু, দন্ত্য, ওষ্ঠ্য, কণ্ঠ্য, দন্ত্য।