Solution
Correct Answer: Option A
এখানেও দুটি সমীকরণ রয়েছে:
x + y = 7
x - y = 3
সমীকরণ দুটিকে যোগ করে পাই:
(x + y) + (x - y) = 7 + 3
⇒ 2x = 10
⇒ x = 10 / 2
⇒ x = 5
এখন, প্রথম সমীকরণে x-এর মান 5 বসিয়ে পাই:
5 + y = 7
⇒ y = 7 - 5
⇒ y = 2
সুতরাং, সমাধানটি হলো (x, y) = (5, 2)