Solution
Correct Answer: Option B
যে ভগ্নাংশে হর ও লবের পার্থক্য ১, সেই ভগ্নাংশটির মান সাধারণত বেশি হয়।
এখানে—
৩/৪ → হর–লব পার্থক্য = ১
৫/৬ → হর–লব পার্থক্য = ১
৮/১১ → পার্থক্য = ৩
৬/১৪ → পার্থক্য = ৮
এখন ৩/৪ এবং ৫/৬—দুটির পার্থক্য সমান (১), তাই এদের লব তুলনা করতে হবে।
যার লব বড়, সেই ভগ্নাংশের মানও বড়।
৩/৪-এর লব = ৩
৫/৬-এর লব = ৫
লব ৫ বড় হওয়ায় ৫/৬ ভগ্নাংশটি বৃহত্তম।
∴ বৃহত্তম ভগ্নাংশ = ৫/৬