জীবের কোন উপাদানকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়?
Solution
Correct Answer: Option B
জীবের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হলো কোষের অভ্যন্তরের অর্ধস্বচ্ছ, আঠালো, বর্ণহীন এবং জেলির মতো কলয়েডধর্মী সজীব পদার্থ, যা কোষের সকল মৌলিক কার্যাদি সম্পন্ন করে থাকে। প্রোটোপ্লাজমই জীবের সব মৌলিক জীববৈজ্ঞানিক কাজ যেমন শ্বাস-প্রশ্বাস, চলন, বৃদ্ধি ও প্রজনন পরিচালনা করে। এ কারণেই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বা vivum fluidum বলা হয়।