শৈবালের দেহকোষে প্রধান রঞ্জক পদার্থ হিসেবে কোনটি থাকে?
Solution
Correct Answer: Option A
- শৈবালের দেহকোষে প্রধান রঞ্জক পদার্থ হিসেবে ক্লোরোফিল থাকে।
- শৈবালগুলো মূলত সালোকসংশ্লেষণকারী (photosynthetic) জীব, যার কারণে তাদের কোষে ক্লোরোফিল থাকে যা আলোশোষণ করে খাদ্য তৈরি করতে সাহায্য করে।
- ক্লোরোফিল শৈবালের প্রধান সবুজ রঞ্জক এবং এটি উদ্ভিদের মতই শৈবালের কোষে পাওয়া যায়।