Solution
Correct Answer: Option C
SI সিস্টেমে মৌলিক এককগুলো হলো:
মিটার (মিটার, m) – দৈর্ঘ্যের একক
কিলোগ্রাম (কেজি, kg) – ভরের একক
সেকেন্ড (সেকেন্ড, s) – সময়ের একক
অ্যাম্পিয়ার (বিদ্যুতের কারেন্টের একক)
কেলভিন (তাপমাত্রার একক)
মোল (পদার্থের পরিমাণের একক)
ক্যান্ডেলা (আলোোর তীব্রতার একক)
জুল (Joule):
জুল হলো শক্তির একক, এবং এটি মৌলিক একক নয়। জুল একককে মৌলিক এককের একটি সমন্বয়ে প্রকাশ করা হয়:
1 জুল = 1 কেজি × মিটার² / সেকেন্ড² (kg·m²/s²)
অর্থাৎ, জুল হলো একটি যৌগিক একক যার ভর, দৈর্ঘ্য ও সময়ের মৌলিক একক ব্যবহার করে প্রকাশ করা হয়।