যে উদ্ভিদের পরিবর্তিত কাণ্ডে প্রতিটি চোখ থেকে একটি নতুন স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, সেটি কোনটি?
A আলু
B পেঁয়াজ
C আদা
D রসুন
Solution
Correct Answer: Option A
প্রতিটি চোখ থেকে একটি নতুন স্বাধীন উদ্ভিদ জন্ম দেয় এমন উদ্ভিদটি হলো আলু। আলুর কাণ্ডে (আলুর গুটি বা চোখ) প্রতিটি চোখ থেকে একটি নতুন আলুর গুটি বা নতুন উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে। পেঁয়াজ, আদা এবং রসুন প্রভৃতি উদ্ভিদ পরিবর্তিত কাণ্ড বা গোলে নতুন উদ্ভিদ গড়ে তোলার ক্ষেত্রে আলুর মত চোখ থেকে স্বতন্ত্র নতুন উদ্ভিদের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না।