'প্রন কালচার' শব্দটি দ্বারা কী বুঝায়?
A মাছ চাষ
B চিংড়ি চাষ
C কাঁকড়া চাষ
D শামুক চাষ
Solution
Correct Answer: Option B
প্রন কালচার (Prawn Culture) হল চিংড়ি মাছ চাষের একটি পদ্ধতি। এটিকে জলজ পালন বা অ্যাকুয়াকালচারের একটি অংশ হিসেবে ধরা হয়। এই পদ্ধতিতে বাণিজ্যিক উদ্দেশ্যে মিঠাপানি বা লবণাক্ত পানির পরিবেশে চিংড়ি পালন করা হয়।