উপকুলে কোন স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যবর্তী সময়?

A প্রায় ২৪ ঘণ্টা

B প্রায় ৬ ঘণ্টা

C প্রায় ১২ ঘণ্টা

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

- সূর্য ও চন্দ্রের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তন গতির প্রভাবে সমুদ্রের পানি ফুলে ওঠাকে জোয়ার বলে।
- পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় পর পর জোয়ার ও ভাটা হয়।
- কোনো স্থানে একবার জোয়ার হওয়ার পর পরবর্তী জোয়ার হতে প্রায় ১২ ঘণ্টা ২৬ মিনিট সময় লাগে।
- অর্থাৎ, উপকূলে কোনো স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যবর্তী সময় প্রায় ১২ ঘণ্টা
- অন্যদিকে, একটি জোয়ার ও একটি ভাটার মধ্যবর্তী সময় হলো প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট
- পৃথিবীর নিজের অক্ষের ওপর একবার ঘুরতে সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা, তাই প্রতিটি স্থানে দিনে দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions