Solution
Correct Answer: Option D
ডাক নামে কোন পণ্ডিত ছিল কি না তা জানা যায়ি। তবে প্রাচীনকালে এক শ্রেণীর বৌদ্ধতান্ত্রিকদের বলা হত ডাক।
- ড. দীনেশচন্দ্র সেনের মতে, " ডাক নামক জনৈক গোপ ডাকের বচন প্রণয়ন করিয়াছেন বলিয়া কথিত আছে।
ডাক ও খনার বচনে বিষয়গত ঐক্যমান থাকলেও ডাকের বচনে জ্যোতিষ ও ক্ষেত্রতত্বের কথা ও মানব চরিত্রর ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে।
- ডাকের বচন:
নিয়ড় পোখরী দূরে যায়।
পথিক দেখিয়া আওড়ে চায়।।
পর সম্ভাসে বাটে থিকে।
ডাকে বলে ও নারী ঘরে না টীকে।
অন্যদিকে, খনার বচন কৃষি সংক্রান্ত।