১৮" উচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট।বাক্সটির আয়তন কত?
A ৮ ঘনফুট
B ৯ ঘনফুট
C ১০৮ ঘনফুট
D ৬ ঘনফুট
Solution
Correct Answer: Option B
১৮" =১.৫ ফুট।কেননা অন্য দুটি ফুটে দেওয়া আছে।
তাহলে বাক্সটির আয়তন হবে =দৈর্ঘ্য×প্রস্থ× উচ্চতা=১.৫×৩×২=৯ ঘনফুট
[১' =১ ফুট কিন্ত ১"=১ ইঞ্চি ]