'সুনীল গঙ্গোপাধ্যায়' এর ছন্দনাম নয় কোনটি?

A নীললোহিত

B সনাতন পাঠক

C নীল উপাধ্যায়

D ভ্রমর

Solution

Correct Answer: Option D

নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।
সুনীলের অন্যান্য উপন্যাসঃ
- পূর্ব-পশ্চিম,
- সেই সময়,
- আত্মপ্রকাশ,
- প্রথম আলো,
- অরণ্যের দিনরাত্রি ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions