"The filed of embroidered quilt" : কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?

A সোজন বাদিয়ার ঘাট

B রঙিলানায়ের মাঝি

C নকশীকাঁথার মাঠ

D রাখালী

Solution

Correct Answer: Option C

- "নকশীকাঁথার মাঠ" কাব্যটির ইংরেজি অনুবাদ হলো "The Field of the Embroidered Quilt"।
- এই বিখ্যাত কাব্যটি অনুবাদ করেন E.M. Milford।
- "নকশীকাঁথার মাঠ" এর রচয়িতা হলেন পল্লিকবি জসীমউদ্দীন।
- এটি একটি বিখ্যাত গাথাকাব্য, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- জসীমউদ্দীনের আরও একটি বিখ্যাত গাথাকাব্য হলো 'সোজন বাদিয়ার ঘাট'।
- তিনি মূলত 'পল্লিকবি' হিসেবেই সর্বাধিক পরিচিত।
- 'বোবা কাহিনী' তাঁর রচিত একমাত্র উপন্যাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions