একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পেছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?

A    ১২০০

B    ১১

C    ৩

D    ১.২

Solution

Correct Answer: Option D

 

গাড়িটি যদি ১২ মিটার যায় তবে সামনের চাকা ঘুরবে ৪ বার

গাড়িটি যদি ১২ মিটার যায় তবে পিছনের চাকা ঘুরবে ৩ বার

অর্থাৎ ১২ মিটারে সামনের চাকা ১ বার বেশি ঘুরে। 

১০০ বার বেশি ঘুরবে ১২০০ মিটারে = ১.২ কিমিতে 

  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions