পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
• তার পুরো নামঃ মোঃ জসীম উদ্দীন মোল্লা।
• তাঁর বিখ্যাত কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
• এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
• এ কাব্যটির প্রধান চরিত্র মুসলমান চাষীর ছেলে 'সোজন' আর হিন্দুর মেয়ে 'দুলি'।
• কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৯ সালে 'Gypsy Wharf' শিরোনামে অনূদিত হয়।
• গ্রাম বাংলার অপূর্ব অনবদ্য রূপকল্প এই কাব্য গ্রন্থের প্রধান চরিত্র 'সোজন' ও 'দুলি'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।