একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৫০ সে মি ও ভূমি ৬০ সে মি?

A    ১০০০০ বর্গ সে মি

B    ১১০০০ বর্গ সে মি

C    ১২০০ বর্গ সে মি

D    ১১০০ বর্গ সে মি

Solution

Correct Answer: Option C

 

এখানে, a = ভূমি (৬০); b সমান বাহু (৫০)

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b2-a2)

= 60/40 √{4(50)2 – (60)2}

=15 √(4×2500 – 3600)

= 15×√(10000 – 3600)

= 15×√6400

= 15×80 =1200

ক্ষেত্রফল = 1200 বর্গ সে মি

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions