Solution
Correct Answer: Option A
- মুনীর চৌধুরী প্রণীত নবম-দশম শ্রেণির ব্যাকরণ অনুসারে, শ, ষ, স, হ- এ ৪টি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। তাই এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি।
- নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুসারে, স এবং শ-কে শিস ধ্বনি বলা হয়। কারণ স, শ উচ্চারণে শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শিসের মতো আওয়াজ হয়।