মীর মশাররফ হোসেনের জন্মস্থান-

A লাহিনীপাড়া

B দেলদুয়ার

C পদমদি

D কুসুমপুর

Solution

Correct Answer: Option A

- মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ছদ্মনাম গাজী মিয়াঁ।
- তাঁর সাহিত্য গুরু কাঙাল হরিনাথ।
- তিনি কলকাতার 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা' (১৮৬৩) পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন।
- তিনি 'আজিজননেহার' (১৮৭৪) ও 'হিতকরী' (১৮৯০) পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি ১৯ ডিসেম্বর, ১৯১১ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত আত্মজীবনীসমূহ:
- 'গাজী মিয়ার বস্তানী' (১৮৯৯): এটি আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা। 
- 'আমার জীবনী' (১৯১০), 
- 'কুলসুম জীবনী' (১৯১০)। 

• প্রবন্ধ:
- গো-জীবন
- গোকুল নির্মূল আশঙ্কা

• মীর মশাররফ হোসেন রচিত নাটকসমূহ: 
- 'বসন্তকুমারী' (১৮৭৩): এটি বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক। মশাররফ এটি নওয়াব আব্দুল লতিফ কে উৎসর্গ করেন।
- 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), 
- 'জমীদার দর্পণ' (১৮৭৩),
- 'নিয়তি কি অবনতি' (১৮৮৯),
- 'টালা অভিনয়' (১৮৯৭)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions