Correct Answer: Option C
মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ১৯১২) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি তৎকালীন বৃটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস "বিষাদসিন্ধু" তাঁর শ্রেষ্ঠ রচনা। তাঁর সৃষ্টিকর্ম বাংলার মুসলমান সমাজে আধুনিক সাহিত্য ধারার সূচনা করে।
- তার প্রথম উপন্যাস - রত্নবতী। এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়।
- তাঁর রচিত অন্যান্য উপন্যাস- রত্নবতী, বিষাদ সইন্ধু, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানী ইত্যাদি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions