এক ব্যক্তি ৩৬০০০ টাকায় একখন্ড জমি ক্রয় করল।সে ঐ জমির এক তৃতীয়াংশ ২০% লোকসানে,দুই পঞ্চমাংশ ২৫% লাভে বিক্রয় করল।বাকি জমি সে কত
মূল্যে বিক্রয় করলে তার সর্বসাকূল্যে ১০% লাভ হবে?
A ৫০০০০ টাকা
B ৬৫০০০ টাকা
C ১২০০০ টাকা
D ১৩৫০০ টাকা
Solution
Correct Answer: Option C
জমিটির ১/৩ অংশের ক্রয়মূল্য = (১/৩)×৩৬০০০ =১২০০০ টাকা
জমিটির ২/৫ অংশের ক্রয়মূল্য =(২/৫)×৩৬০০০ =১৪৪০০ টাকা
এখন,২০% ক্ষতিতে ১/৩ অংশ বিক্রয় করলে ক্ষতি হয় =১২০০০ × (২০/১০০) =২৪০০ টাকা
২৫% লাভে ২/৫ অংশ বিক্রয় করলে লাভ হয় = ১৪৪০০×(২৫/১০০) =৩৬০০ টাকা
অতএব ১/৩ এবং ২/৫ অংশ বিক্রয় করলে মোটের উপর লাভ হয় =(৩৬০০ -২৪০০) =১২০০ টাকা
সর্বসাকূল্যে ১০% লাভ করিতে হইলে মোট লাভ করতে হবে =৩৬০০০×(১০/১০০)=৩৬০০ টাকা
বাকি জমি বিক্রি করে ঐ ব্যক্তিকে লাভ করতে হবে =৩৬০০ -১২০০ =২৪০০ টাকা
এখন বাকি জমির ক্রয়মূল্য = (৩৬০০০ - ১২০০০ -১৪৪০০) টাকা =৯৬০০ টাকা
বাকি জমির বিক্রয়মূল্য =(৯৬০০+২৪০০) টাকা =১২০০০ টাকা