রিফা এবং সিফার মধ্যে ৫১ টাকা এমনভাবে বন্ঠন করে দেয়া হলো যে রিফা ,সিফার টাকার দ্বিগুণের থেকে ৩ টাকা কম পেল,রিফা মোট কত টাকা পেল?
 

A ৮০ 

B ৬০ 

C ৪০ 

D ৩৩

Solution

Correct Answer: Option D

ধরি সিফা পেয়েছে x টাকা
সুতরাং রিফা পেয়েছে =2x-3
প্রশ্নমতে,
x+(2x-3)=51
or,3x=51+3
 or,3x=54
  x=18
সুতরাং সিফা পেয়েছে ১৮ টাকা।
অতএব রিফা পেয়েছে  (2×18)-3=36-3 =33 টাকা
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions