মহাকবি আলাওল নিচের কোন ভাষার সাহিত্যে অবদান রাখেন নি?
Solution
Correct Answer: Option C
-মহাকবি আলাওল মধ্যযুগের একজন বাঙালী কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায়
রোমান্টিক প্রণয়কাব্য এর প্রবর্তনকাকারী হিসেবে মুসলিম কবিদের অবদান অনন্য। মহাকবি আলাওল ফরিদপুর জেলায়
১৬০৭ সালে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম - পদ্মাবতী , তোহফা।
-তিনি রাজসভার কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সকল বাঙালি কবির মধ্যে ‘শিরোমণি আলাওল’ রূপে
আরবি, ফারসি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নতুন যুগের সূচনা করেন।