আরাকানের আকিয়াবে কাকে সমাহিত করা হয়?

A  দৌলত কাজী ফকির

B বিদ্যাপতি

C শেখ ফয়জুল্লাহ , সৈয়দ সুলতান

D সৈয়দ সুলতান

Solution

Correct Answer: Option A

- দৌলত কাজী লৌকিক ধারার প্রথম কবি।
- তিনি 'সতীময়না ও লোরচন্দ্রানী' রচনা করেন।
- এ কাব্য রচনার মাধ্যমে তিনি প্রথম মানুষকে সাহিত্যে স্থান দিয়েছেন।
- এর পূর্বে সাহিত্যে শুধু দেবদেবীর প্রাধান্য ছিল
- তিনি আরাকান রাজা শ্রী সুধর্মার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে ও
 পৃষ্ঠপােষকতায় হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে ‘সতীময়না ও লাের চন্দ্রানী রচনা করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions