বাংলাদেশের প্রথম রপ্তানিকৃত জাহাজ ‘স্টেলা মেরিস’ এর প্রস্তুতকারী /নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি?
A কর্ণফুলী ডকইয়ার্ড অ্যান্ড মেরিন ওয়ার্কস লি:
B চট্টগ্রাম ডকইয়ার্ড
C আনন্দ শিপইয়ার্ড লি:
D খুলনা শিপইয়ার্ড
Solution
Correct Answer: Option C
আনন্দ শিপইয়ার্ড লিমিটেড ২০০৮ সালে 'স্টেলা মেরিস' নামে একটি সমুদ্রগামী জাহাজ ডেনমার্কে রপ্তানি করে। স্টেলা মেরিস বাংলাদেশে তৈরি বিদেশে রপ্তানিকৃত প্রথম সমুদ্রগামী জাহাজ।