সুলতান শামসউদ্দীন ইউসুফ শাহ কোন কবিকে ‘গুণরাজ খান’ উপাধি প্রদান করেন?
A মালাধর বসু
B মানিক দত্ত
C কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত
D বামনিধি গুপ্ত
Solution
Correct Answer: Option A
- হিন্দুধর্নের একটি পবিত্র বই অনুবাদ করেছিলেন মালাধর বসু।
- গ্রন্থটি হল ভাগবত।
- মালাধর বসু একজন মুসলমান রাজার প্রেরণায় ভাগবত অনুবাদ করেছিলেন।
- সে রাজা তাঁকে 'গুণরাজ খান' উপাধিতে ভূষিত করেছিলেন।
- মালাধর বসুর ভাগবতের অন্য নাম শ্রীকৃষ্ণবিজয়।