If x3<x2<x, then the value of x could be -
Solution
Correct Answer: Option C
x3<x2<x
এখানে শুধু x ই বড় কিন্তু যখন তার উপর বর্গ করা হচ্ছে তখন তা ছোট হয়ে যাচ্ছে আবার ঘন করা হলেও ছোট হচ্ছে ।সুতরাং x একটি ভগ্নাংশ ।অপশনে শুধু মাত্র
একটি ভগ্নাংশ আছে 1/3 তাই ভগ্নাংশ ধরে মিলিয়ে নেয়া যায়।
(1/3)3< (1/3)2 <1/3
or,1/27<1/9<1/3