একটি সামন্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে,ক্ষেত্রটির উচ্চতা নির্নয় কর।
Solution
Correct Answer: Option C
মনে করি,সামান্তরিকের ভূমি 3x মিটার
উচ্চতা =4x মিটার
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
প্রশ্নমতে, 3x × 4x = 363
বা,12x2=363
বা, x2=363/12 =30.25
বা, x=√(30.25) =5.5
তাহলে ভূমি 3 × 5.5 = 16.5
এবং উচ্চতা 4 × 5.5 = 22 মিটার