একটি সুষম পঞ্চভুজের দৈর্ঘ্য 4 সেমি হলে এর ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option D
মনে করি,সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য a = 4 সেমি
বাহুর সংখ্যা n=5
আমরা জানি,সুষম বহুভুজের ক্ষেত্রফল = na2/4 × cot(180º/n)
অতএব সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল =(5×42)/4 ×cot (180º/5)=20×cot36º
=20×1.376 [ক্যালকুলেটরের সাহায্যে]
=27.528 বর্গসেমি।