এক ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. দৌড়ে কত মিনিটে ২৬০০ মিটার পার হবে?
A ১৩ মিনিট
B ২৬ মিনিট
C ৩৬ মিনিট
D ৩৯ মিনিট
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার
৪ কি.মি. = (১০০০ × ৪) মিটার
= ৪০০০ মিটার
৪০০০ মিটার পথ যায় ৬০ মিনিটে
১ মিটার পথ যায় ৬০/৪০০০ মিনিটে
∴ ২৬০০ মিটার পথ যায় (৬০ × ২৬০০)/৪০০০ মিনিটে
= ৩৯ মিনিটে