ভাজক টিস্যুর কাজ কী?

A মূল ও কান্ডের দৈর্ঘ্য বৃদ্ধি

B উদ্ভিদের দেহ গঠন

C খাদ্য সঞ্চয় করা

D খনিজ লবণ পরিবহন করা

Solution

Correct Answer: Option A

- ভাজক টিস্যু (Meristematic tissue) উদ্ভিদের এমন একটি টিস্যু যা কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিশ্চিত করে। - ভাজক টিস্যুর প্রধান কাজ হলো উদ্ভিদের দৈর্ঘ্য এবং ব্যাস বৃদ্ধি করা। - উদ্ভিদের মূল ও কান্ডের শীর্ষে অবস্থিত শীর্ষস্থ ভাজক টিস্যু (Apical meristem) কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। - এছাড়া পার্শ্বীয় ভাজক টিস্যু (Lateral meristem) উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করে। তবে খাদ্য সঞ্চয় করা বা খনিজ লবণ পরিবহন করা ভাজক টিস্যুর কাজ নয়; এগুলো স্থায়ী টিস্যুর কাজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions