শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে?
A অজ
B খোকা
C শিল্পী
D বোন
Solution
Correct Answer: Option D
কতকগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়।যেমন : পুংলিঙ্গ বোন - পো বোন - ঝি ঠাকুরদা ঠাকুরমা গয়লা গয়লা বউ জেলে জেলে বউ।