মাইকেল মধুসূদন দত্তের প্রহসন-

A অতি অল্প হইল

B একেই কি বলে সভ্যতা

C ফাঁস কাগজ

D এর উপায় কি?

Solution

Correct Answer: Option B

- মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা' (১৮৫৯) সামাজিক প্রহসন।
- নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের কাহিনীই এ প্রহসনের মূল সুর।
- কলকাতার আধুনিকতার আলোকে নবকুমার শিক্ষিত হচ্ছে।
- তার পিতা একজন পরম বৈষ্ণব সাধক।
- ফলে তিনি বৃন্দাবনেই থাকেন। একসময় তিনি কলকাতায় বসবাস শুরু করেন।
- এই সুযোগে নবকুমার কলকাতার নব্যশিক্ষিত যুবকদের নিয়ে 'জ্ঞানতরঙ্গিনী সভা' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
- যার উদ্দেশ্য মদ্যপান ও বারবণিতা সঙ্গলাভ।
- নবকুমার অধিক রাতে মদ্যপান করে মাতাল হয়ে ঘরে ফিরলে তার বাবা অত্যন্ত ব্যথিত হন এবং কলকাতার বসতি উঠিয়ে নিতে মনস্থ করেন।
- এটিই এ প্রহসনের মূল বক্তব্য। মীর মশাররফ হোসেন রচিত প্রহসন 'ভাই ভাই এইতো চাই' (১৮৯৯)।
- দীনবন্ধু মিত্র রচিত প্রহসন 'সধবার একাদশী' (১৮৬৬) ও 'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions