কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

A    বেী ঠাকুরাণীর হাট

B    মালঞ্চ

C    মৃণালিনী

D    দুইবোন

Solution

Correct Answer: Option C

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "মৃণালিনী" উপন্যাসের প্রেক্ষাপট ছিল তুর্কি আক্রমণ। এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের ঐতিহাসিক ঘটনার আড়ালে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনী প্রধান্য লাভ করেছে। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দুর্গেশনন্দিনী, কপালকুন্ডলা, ইন্দিরা, আনন্দমঠ, দেবী চৌধুরানী ইত্যাদি উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions