বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয় ?
Solution
Correct Answer: Option B
রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য পুরাণ গ্রন্থের অনুবাদের মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে একটি ধারা গড়ে ওঠে যাকে 'অনুবাদ সাহিত্য' নামে অভিহিত করা হয় । [উল্লেখ্য হিন্দু লেখকদের অন্যবাদকৃত অনুবাদকৃত সাহিত্যের নাম 'সাহিত্যের কথা' । আর মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম' রোমান্টিক প্রণয়োপাখ্যান' ]