৪ জন বালক বা ৬ জন বালিকা একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন বালক ও ৫ জন বালিকা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
A ১৫ দিন
B ১৪ দিন
C ১২ দিন
D ১০ দিন
Solution
Correct Answer: Option C
৪ জন বালক = ৬ জন বালিকা
∴ ১ জন বালক = ৬/৪ জন বালিকা
∴ ২ জন বালক = (২ × ৬)/৪ জন বালিকা
= ৩ জন বালিকা
∴ মোট বালিকা = (৩ + ৫) জন
= ৮ জন
৬ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে ১৬ দিনে
∴ ১ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে (১৬ × ৬) দিনে
∴ ৮ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে (১৬ × ৬)/৮ দিনে
= ১২ দিনে