মা থেকে মেয়ে ২২ বছরের ছোট। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৫৮ বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত?
A ১০ বছর
B ১২ বছর
C ১৩ বছর
D ১৪ বছর
Solution
Correct Answer: Option B
ধরি
মেয়ের বর্তমান বয়স ক বছর
মায়ের বর্তমান বয়স ক + ২২
প্রশ্নমতে
(ক + ৬) + (ক + ২২ + ৬) = ৫৮
ক + ৬ + ক + ২৮ = ৫৮
২ক + ৩৪ = ৫৮
২ক = ৫৮ - ৩৪
২ক = ২৪
ক = ১২