Solution
Correct Answer: Option B
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখ ২৬ জুন, ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৪৫।
- চট্টোপাধ্যায়দের আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ।
তার উল্লেখযোগ্য উপন্যাস হলো :
- দুর্গেশনন্দিনী (১৮৬৫),
- কপালকুণ্ডলা (১৮৬৬),
- মৃণালিনী (১৮৬৯),
- বিষবৃক্ষ (১৮৭৩),
- রজনী (১৮৭৭),
- কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও
- সীতারাম (১৮৮৭)।