সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহু ৮ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
A 64 বর্গসে.মি.
B 16 বর্গসে.মি.
C 48 বর্গসে.মি.
D 32 বর্গসে.মি.
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
সমকোণী সমদ্বিবাহু সমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = ৮ সে.মি.
∴ ক্ষেত্রফল = (১/২) × ৮ × ৮
= ৩২ বর্গ সে.মি.