১০ টাকায় ৬টি করে লেবু কিনে ১২ টাকায় ৫টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
Solution
Correct Answer: Option B
৬টি লেবুর ক্রয়মূল্য ১০ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১০/৬ টাকা
= ৫/৩ টাকা
৫টি লেবুর বিক্রয়মূল্য ১২ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১২/৫ টাকা
∴ লাভ হয় = (১২/৫ - ৫/৩) টাকা
= (৩৬ - ২৫)/১৫ টাকা
= ১১/১৫ টাকা
৫/৩ টাকায় লাভ হয় ১১/১৫ টাকা
১ টাকায় লাভ হয় (১১ × ৩)/(১৫ × ৫) টাকা
১০০ টাকায় লাভ হয় (১১ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা
= ৪৪ টাকা
∴ ৪৪% লাভ হয়