Solution
Correct Answer: Option B
• ‘চাঁদ' এর সমার্থক শব্দ: রজনীকান্ত, বিধু, চন্দ্ৰ, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়।
• ভানু অর্থ সূর্য;
• নিশীথিনী অর্থ রাত্রি, রজনী।