সিডি-ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়?
Solution
Correct Answer: Option B
Auto Run হলো কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের সাথে যুক্ত এক ধরনের প্রোগ্রাম, যা কোন কম্পিউটারে CD, DVD বা Pen drive প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায় বা CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে Auto Run প্রোগ্রামটি প্রথমে চালু হয়।